জকিগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

জকিগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

Manual8 Ad Code

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। অবৈধ মাদক পাচারর চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবারে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ দল শুক্রবার (৭ নভেম্বর) দিনে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ বহন ও মজুতের দায়ে হাতেনাতে স্বামী-স্ত্রী কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১১০ বোতল উচ্চমূল্যের বিদেশি মদ জব্দ করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরিলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫)।

Manual7 Ad Code

​জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার চক্রের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

Manual7 Ad Code


 

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code