এখন ঢাকাতেই করা যাবে বেলজিয়ামের ভিসার আবেদন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

এখন ঢাকাতেই করা যাবে বেলজিয়ামের ভিসার আবেদন

Manual8 Ad Code

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাস বন্ধ থাকায় বাংলাদেশিদের বেলজিয়ামের ভিসার জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে যেতে হত। তবে এবার সেই ঝামেলা শেষ হতে যাচ্ছে। বেলজিয়াম দূতাবাস জানিয়েছে, আগামি ১৬ নভেম্বর থেকে ঢাকাতেই বেলজিয়ামের ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

Manual3 Ad Code

বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশিরা ঢাকার বনানী এলাকার বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত অফিসে ভিসার আবেদন করতে পারবেন।

Manual6 Ad Code



অফিস রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যা তারা অফিসের ওয়েবসাইট থেকে নিতে পারবেন।

Manual3 Ad Code

এর আগে দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশিদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো। এই সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ঢাকায় ভিসা আবেদন প্রক্রিয়া আবারও শুরু হওয়ায় যাত্রী ও আবেদনকারীদের জন্য অনেক সহজ ও সময় বাঁচানো হয়েছে।

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code