নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’

Manual2 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এনইইউবি আইসিটি ফেস্ট ২০২৫’।

৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে ।

Manual3 Ad Code

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে থাকবে মোট ছয়টি ইভেন্ট হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি কুইজ, ৩-মিনিট প্রেজেন্টেশন এবং গেমিং কনটেস্ট।

ফেস্টের মোট পুরস্কারমূল্য ১ লক্ষ টাকারও বেশি। এর মধ্যে প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপ দলকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। ফেস্টে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার আহবায়ক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ জানান, এই ফেস্টের মাধ্যমে সিলেট অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এই আয়োজন তরুণদের আইসিটি সেক্টরে আগ্রহী করে তুলবে এবং দেশের প্রযুক্তিখাতে নতুন উদ্ভাবনের পথ প্রশস্ত করবে।

Manual7 Ad Code

উৎসবের উদ্বোধন করবেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আইটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বর্ণাঢ্য ও শিক্ষামূলক এই আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেছে পুবালী ব্যাংক পিএলসি ও নর্থ ইস্ট হাসপাতাল, সিলেট। এছাড়াও ইভেন্টটির বিভিন্ন সেগমেন্টে সহযোগিতা করছে CodePanja, Indetechs Software Ltd. Infinity Flame Soft এবং আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।

এনইইউবি স্পোর্টস ক্লাবের পুরষ্কার বিতরণী

Manual3 Ad Code

এনইইউবি স্পোর্টস ক্লাবের বিভিন্ন ইভেন্টের পুরষ্কার বিতরণী ২০২৫ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে অনুষ্ঠিত হয়। স্পোর্টস ক্লাব আয়োজিত অভ্যন্তরীণ ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

পুরষ্কার বিতরণী সভায় আরও উপস্থিত ছিলেন এনইইউবি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী ও স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট তানভির আহমেদ চৌধুরী প্রমুখ।


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code