ইসরাইল বয়কটের ঘোষণা হলিউডের ১২০০ শিল্পীর

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

ইসরাইল বয়কটের ঘোষণা হলিউডের ১২০০ শিল্পীর

Manual6 Ad Code

গত দুই বছরে ফিলিস্তিনের নীরিহ মানুষদের বিরুদ্ধে নির্বিচার নৃশংসতা চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ৬৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ব শিল্পী সমাজ ফিলিস্তিনের প্রতি সহানুভূতি জানিয়ে ইসরাইলের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন বন্ধের ঘোষণা দিয়েছে।

Manual8 Ad Code

হলিউডসহ বিশ্বের প্রায় ১,২০০ শিল্পী একযোগে ঘোষণা দিয়েছেন যে, তারা ইসরাইলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না এবং দেশটির কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে তাদের সিনেমা বা উপস্থিতি থাকবে না।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের অনেক সরকার গণহত্যাকে সমর্থন করছে। এই ভয়াবহতার বিরুদ্ধে দাঁড়াতে শিল্পীদের দায়িত্ব রয়েছে। ইসরাইলি সিনেমার প্রযোজক, পরিবেশক বা বিক্রয় এজেন্ট কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।’

Manual6 Ad Code

অভিনেত্রী হান্না আইনবাইন্ডার বলেন, ‘দুই বছর ধরে গাজায় যা ঘটছে, তা বিবেককে নাড়িয়ে দেয়। ইসরাইলের সঙ্গে কাজ বন্ধ করা এখন অপরিহার্য।’

তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ।

Manual1 Ad Code

নির্মাতাদের মধ্যে রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার ও মাইক লেই।


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code