হবিগঞ্জে ভাবীকে গলা কেটে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

হবিগঞ্জে ভাবীকে গলা কেটে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে আলম আরা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।

রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার পইল উত্তর পাড়া এলাকার নিজ ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলম আরা বেগম পইল উত্তর পাড়া গ্রামের সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে বসতঘরে গৃহবধূ আলম আরা বেগমকে গলা কেটে হত্যা করে তার দেবর কদর আলী। পরে কদর আলী পালিয়ে যায়। এদিকে রাতে আলম আরার কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে খোঁজ নিতে যান।

এ সময় ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তালা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর গৃহবধূর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দীন শাহীন জানান, ঘাতক দেবর কদর আলীকে গ্রেপ্তার করতে একাধিক টিম কাজ করছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।