জৈন্তাপুরে তিন বস্তা ভারতীয় এলাচ সহ আটক ১

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

জৈন্তাপুরে তিন বস্তা ভারতীয় এলাচ সহ আটক ১

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ৩ বস্তা ভারতীয় এলাচ সহ ১জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৭ জুলাই রবিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে অভিযান পরিচালনা করে ১টি নীল রংয়ের এইচ পিকআপ তল্লাসী করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা ৩ বস্তা ভারতীয় এলাচ পাওয়া যায়। বৈধ কোন প্রকার কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ৩ বস্তায় ১৫০ কেজি এলাচ, পিকআপ গাড়ী সহ ১জনকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই চোরাকারবারী পালিয়ে যায়।

আটক ব্যক্তি উপজেলার পূর্ণানগর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মো. বদরুজ্জামান জানান, গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ সহ ১জনকে আটক করা হয়েছে। আটককৃত এলাচের বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত সহ পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান চলনাম আছে।