খুনি-দুষ্কৃতীকারিরা দেশ ও জাতির শত্রু : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

খুনি-দুষ্কৃতীকারিরা দেশ ও জাতির শত্রু : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন খুনি-দুষ্কৃতীকারিরা দেশ ও জাতির শত্রু। এরা ক্যান্সারের মতো সমাজকে ধ্বংস করে দেয়। খুনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি না হলে দেশে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে। তাই আজিম উদ্দিন হত্যাকাণ্ডসহ এসকল ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

শুক্রবার (২৫ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের শুড়িগাও মোহাম্মদপুরের বাসিন্দা ও নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের বাড়িতে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য প্রদান করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি তার বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের ছোট ভাই শহীদ আজিম উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুবুর আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা আসাদ উদ্দিন, জুনেদ আহমদ, কামাল আহমদ, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল বায়েছ, আলমগীর হোসেন, সাংবাদিক কবির আহমদ সোহেল, সুলতান সুমন, জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী সৈয়দ মনসুর, পারভেজ আহমদ, জয়নুল ইসলামসহ প্রমূখ।

আলোচনাসভার পূর্বে শুরিগাওস্থ শহীদ আজিম উদ্দিন জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল ও পার্শবর্তী কবরস্থানে শাহিত শহীদ আজিম উদ্দিনের কবর জিয়ারত এবং মোনাজাত করা হয়। পরবর্তীতে সিলেট জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৩ জুলাই বাদ জুম্মা সুড়িগাও মোহাম্মদপুর জামে মসজিদের ভেতরে উক্ত গ্রামের কিছু বিপথগামী লোক মারপিট করে হত্যা করে আজিম উদ্দিনকে। উক্ত হত্যাকাণ্ডের পর ন্যায় বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। তাই খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে পুনরায় আজিম উদ্দিন হত্যার বিচার দাবি করেন পরিবার ও এলাকাবাসী।