অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণার দাবি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণার দাবি

সিলেট প্রদেশ ঘোষণা সময়ের দাবী জানিয়ে বক্তারা বলেছেন, দেশের ৯টি প্রদেশ ঘোষণা করতে হবে। প্রাদেশিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সভায় বক্তারা সিলেট প্রদেশ সহ ৯টি প্রদেশ বাস্তবায়নের দাবি জানান। বৈষম্য বিরোধী জনআকাঙ্খার রাষ্ট্র কাঠামো ও শাসন পদ্ধতি গঠন করতে হবে। সিলেট প্রদেশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সিলেট সিটি পয়েন্ট সম্মুখে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সমাজসেবী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক মো. আমিন উদ্দিন বিএফসি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সহ সভাপতি চৌধুরী আহসান উদ্দিন চৌধুরী সুইট, বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আসাদুজ্জামান চৌধুরী, আবু সাঈদ, মাহবুব রহমান, মাহবুব চৌধুরী, মাসুক আহমদ প্রমুখ।