২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্টিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এনসিপির আহ্বায়ক শুরুতে সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন?
এরপর তিনি বলতে শুরু করেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগনের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিক এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।
তিনি বলেন, লন্ডনে বাঙ্গালীদের অধিকাংশই হচ্ছেন সিলেটী। আপনারা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশী হবেন।
বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে ৩ আগস্ট কেন্দ্রিয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেখান থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘এনসিপি বিএনপিবিরোধী বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। তবে বাংলাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট চলতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘সিলেটের চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না। চা বাগানের লাভ শুধু মালিক নয়, শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করবে এনসিপি।’
নিজের বক্তব্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশ কখনো প্রশাসনের, কখনো ব্যবসায়ির আবার কখনো সেনাবাহিনীর হয়েছে, জনতার হয়নি। আমরা জনতার বাংলাদেশ গঠন করতে চাই।’
আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা লেখক হয়েছে, যারা আওয়ামী লীগ আমলে মিডিয়া খুলেছে তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘এনসিপি কোনো চাঁদাবাজ দল নয়। আওয়ামী লীগের চাপ্টার ক্লোজ করে এনসিপি ওঠে এসেছে।
এর আগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গরমের কারণে নির্ধারিত পদযাত্রার পথ কিছুটা সংক্ষিপ্ত করে পুনরায় চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে এসে তারা পথসভায় মিলিত হন।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, কেন্দ্রিয় সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই আন্দোলন’-এর পক্ষের ছাত্ররা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চলমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই। রাজনৈতিক গতিধারায় এনসিপির কোনো ভুল হলে ‘জুলাই যোদ্ধারা’ সমালোচনা করবেন, আর আমরা সেখান থেকে ভুল সংশোধনের চেষ্টা করব।’
এনসিপির নেতৃবৃন্দ দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে ২৫তম দিনে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলায় পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে ছাত্রদের অভ্যর্থনা পান। সেখানে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলামসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতারা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D