২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
চব্বিশের গণঅভ্যূত্থান চলাকালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে অপপ্রচারের ঘটনায় সিলেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সাবেক সহ সমন্বয়ক, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, মোঃ সালেহিন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এই মামলাটি দায়ের করেছেন (মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর মামলা নং- ২৪১/২০২৫, ধারা- ৫০০/৫০১/৩৪ দন্ডবিধি)।
মামলায় অভিযুক্তরা হলেন- দক্ষিণ সুরমা বরইকান্দি ১নং রোড মোহাম্মদী বি-১৫-এর বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মাহমুদ আহমদ নাঈম, গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণস্থ চৌধুরী মহল, হোল্ডিং নং-১১ ব্লক-এ-এর বাসিন্দা মোহাম্মদ লোকমান আলীর পুত্র মোহাম্মদ লতিফ আহমদ ও বিশ^নাথ থানাধীন চৈতন্যনগর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র মোঃ মাহবুব হোসাইন।
মামলার বিবরণের জানা যায়, মামলার বাদী মোঃ সালেহীন ২০২৪ সালে স্বৈরাচারী শাসক শেষ হাসিনার পদত্যাগের দাবীতে গড়ে উঠা গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও সিলেট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় উপরোক্ত আসামীরা দরখাস্তকারী/বাদীকে নানা ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে আসামীরা আত্মগোপণে চলে যায়। কিন্তু, আত্মগোপণে থেকেও আসামীরা শেখ হাসিনার সমর্থনে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০১/০৬/২০২৫ ইং তারিখে আসামী মাহমুদ আহমদ নাঈম তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন সম্পর্কে আপত্তিকর পোস্ট প্রদান করে। ঐ পোস্টে আসামী মাহমুদ আহমদ নাঈম উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন-কে ‘চাঁদাবাজ’, ‘কুলাঙ্গার’ ইত্যাতি আপত্তিকর বিশেষণে আখ্যায়িত করে।
এছাড়া, ২ নং আসামী মোহাম্মদ লতিফ আহমদ তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে বাদী মোঃ সালেহীন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ‘চাঁদাবাজি, হুমকি, রাজনৈতিক ত্রাস ও ক্যাম্পাস দখল-এসব অস্ত্র ব্যবহার করে দখলবাজী’ ইত্যাদি করছেন বলে অপপ্রচার করে।
৩নং আসামী মোঃ মাহবুব হোসাইন তার ব্যক্তিগত ফেইসবুক আই.ডি থেকে আপত্তিকর পোস্ট দিয়ে বাদী মোঃ সালেহীন সম্পর্কে লিখে- ‘মোঃ সালেহীনের অত্যাচারে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অতিষ্ট’।
এছাড়া, আসামীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত এনসিপি সম্পর্কেও তাদের পোস্টে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে।
উপরোক্ত মামলার বাদী মোঃ সালেহীন তার সহপাঠিদের কাছ থেকে ফেইসবুকে এসব পোস্ট সম্পর্কে জানতে পেরে আসামীদের ফেইসবুক আই.ডি থেকে এসব আপত্তিকর ও মানহানিকর পোস্টের স্ক্রিণ শট সংগ্রহ করেন। এরপর এসব প্রমাণাদিসহ গত ৭ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব শরীফুল হক মামলাাটি আমলে নিয়ে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আগামী ২৫ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ-কে নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D