সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ কাজলশাহ এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুইটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ল্যাব এ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা এবং অনিক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্য টেম্পারিং ও আমদানিকারকের অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে সহযোগিতা করেন সিলেট আনসার ব্যাটালিয়নের সদস্যরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট