সিলেটে ভারতীয় শাড়ির বড় চালান আটক

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

সিলেটে ভারতীয় শাড়ির বড় চালান আটক

সিলেট নগরী থেকে চোরাই পথে আনা ১৩৩ পিস ভারতীয় শাড়িসহ একটি নোহা গাড়ি জব্দ করেছে কোতোয়ালী থানা পুলিশ। জব্দকৃত পণ্যের মূল্য ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে নগরীর বন্দরবাজার থেকে শাড়িগুলো জব্দ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় ৪নং গলির শাহেদ এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১টি সাদা রঙের পুরাতন নোহা গাড়িকে সিগন্যাল দিলে গাড়িটি সামনে এগিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এসময় সাদা রঙের পুরাতন নোহা গাড়ি যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১ (ইঞ্জিন নং-7K-0626599, চেসিস নং- KR42-5023752) তল্লাশী চালিয়ে গাড়ির ভেতরে পেছনের সিটের উপর হতে বিভিন্ন রঙের ভারতীয় বেনারশী শাড়ি ৬০ পিস, কাঞ্জিভরম শাড়ি ৬৯ পিস, কাতান শাড়ি ৪ পিসসহ মোট ১৩৩ পিস ভারতীয় শাড়িসহ নোহা গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।