সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় ‘ছাদী গেষ্ট হাউস’ নামের আবাসিক হোটেলের ২য় তলার ৬০৬ নং কক্ষে গোয়েন্দা পুলিশের অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নগরীর তালতলা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।