আজ হবিগঞ্জ আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, শুক্রবার সিলেটে

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

আজ হবিগঞ্জ আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’, শুক্রবার সিলেটে

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান ‘জুলাই পদযাত্রা’। আর শুক্রবার (২৫ জুলাই) সিলেটে এসে পৌঁছবে এ পদযাত্রা। পদযাত্রার সাথে দলটির শীর্ষ নেতারাও সিলেট ও হবিগঞ্জে আসছেন।

এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়।

এতে এনসিপি হবিগঞ্জের সদস্য ও পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় মাধবপুর থেকে পদযাত্রা শুরু হবে। পরে তা সাহেববাড়ী গেট, রতনপুর, অলিপুর, নছরতপুর রেলগেট, নিজামপুর বাজার, চৌরাস্তা, গোলচত্বর, হবিগঞ্জ বাইপাস রোড, বিজিবি ক্যাম্প, ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট, পোদ্দার বাড়ি, পৌর বাস টার্মিনাল, মোতালিব চত্বর, বেবিস্ট্যান্ড পয়েন্ট ও থানা রোড হয়ে সার্কিট হাউসে পৌঁছাবে।

সার্কিট হাউসে বিরতির পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক ও পুরাতন হাসপাতাল সড়কে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে। এরপর পদযাত্রা আবারও শুরু হয়ে স্টাফ কোয়ার্টার, তিনকোণা পুকুরপাড়, চৌধুরী বাজার এবং খোয়াই মুখ এলাকায় গিয়ে নূরুল হেরা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংগঠক নাহিদ উদ্দিন তারেক উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

একইদিনে (মঙ্গলবার) সিলেটেও সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতারা। এতে সিলেটে জুলাই পদযাত্রার বিস্তারিত তথ্য তুলে ধরেন এনসিপির সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেল ৫টায় সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

পদযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এ পদযাত্রায় অংশ নেবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট