চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

চট্টগ্রামের কোতায়ালি থানাধীন এলাকায় নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

ওই ভবনের আরেক শ্রমিক মো. রাসেল সাংবাদিকদের বলেন, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিনজন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম। তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।