রবীন্দ্র জয়ন্তীতে সিলেটে মুক্তাক্ষরের বর্ণিল আয়োজন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

রবীন্দ্র জয়ন্তীতে সিলেটে মুক্তাক্ষরের বর্ণিল আয়োজন

Manual8 Ad Code

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটের আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টায় জিন্দাবাজারের নজরুল একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

দিনটি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

ড. শহিদুল ইলামের সভাপতিত্বে এবং করেন এবং ঐশিকা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণ লেখক মোয়াজ আফসার।

Manual6 Ad Code

শুরুতে মুক্তাক্ষরের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর একক সংগীত পরিবেশন করেন একাধিক শিশু শিল্পী।
অনুষ্ঠানে দলগত সংগীত পরিবেশন করেন শ্রী হট্ট ললিত কলা একাডেমি, সারেগামাপা এবং অনির্বাণ শিল্পী সংগঠন।

Manual3 Ad Code

জয়শ্রী তালুকদারের আবৃত্তি ও সংগীত পরিবেশনার পর কবি অমিতা বর্ধন ও অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে ৩০ বছর ধরে জন্মভূমিতে থেকে সংস্কৃতি চর্চায় অবদান রাখার জন্য কৌতুক অভিনেতা ও আবৃত্তি শিল্পী তোফায়েল বাছিত তপুকে সম্মাননা প্রদান করা হয়। দলগত পারফরম্যান্স শেষে প্রতিটি দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর। সংবাদ বিজ্ঞপ্তি


 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code