আজমিরীগঞ্জে পৌর যুবলীগ সভাপতি মন্টু গ্রেফতার

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

আজমিরীগঞ্জে পৌর যুবলীগ সভাপতি মন্টু গ্রেফতার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবলীগের সভাপতি মন্টু মিয়া (৪২) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের লালমিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ সভাপতি মন্টু পৌরসভার শুক্রীবাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান মিয়ার পুত্র৷ আটকের পর একইদিন দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে বানিয়াচং থানার ‘নাইন মার্ডার’ মামলায় তাকে আটক করা হয়েছে এবং আটকের পর একই দিন দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট