১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে।
গত বছরের মতো এবারো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বেলা ০৩-০৪ ঘটিকা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর সিকৃবিতে ৬টি অনুষদে ৫৮০টি আসনের বিপরীতে ৬০০৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
উল্লেখ্য, এবছর সিকৃবিসহ কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮৬৩ আসনের বিপরীতে ৯৪০৩৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
সিকৃবিতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ (৭৫০২০-৭৫৯৮২), কৃষি অনুষদ (৭৫৯৮৩-৭৬৪৮০), মৎস্য বিজ্ঞান অনুষদ (৭৬৪৮১-৭৬৯১৮), কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ (৭৬৯১৯-৭৭৩৯৮), কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (৭৭৩৯৯-৭৭৮৫৮), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ (৭৭৮৫৯-৭৮০৫৮), কেন্দ্রীয় লাইব্রেরি ভবন (৭৮০৫৯-৭৮১০৮), ভেটেরিনারি টিচিং হসপিটাল (৭৮১০৯-৭৮২৩৩), যুব উন্নয়ন অধিদপ্তর (৭৮২৩৪-৭৮৩৩৩) ইঞ্জিনিয়ারিং কলেজ: (৭৮৩৩৪-৭৯৩৮৮), সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (৭৯৩৮৯-৮০৪৮৮), সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (৮০৪৮৯-৮১০২৮)।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D