এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সিলেটে কমেছে পরীক্ষার্থী

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সিলেটে কমেছে পরীক্ষার্থী

ঈদের ছুটি শেষ হতেই শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। টানা ৩৮ দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর দুদিন পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। আসন্ন এ পরীক্ষায় বসছেন দেশের ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।

এবার এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট বিভাগের ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রসংখ্যা হচ্ছে ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯জন। ছাত্রের চেয়ে ১৮ হাজার ৭৬৬ জন ছাত্রী বেশি। তবে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নেন ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন।

এবার সিলেট বিভাগের সব জেলায় ছাত্রীর সংখ্যা বেশি। এ বছর পরীক্ষার ১৫৪টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার ১০টি প্রতিষ্ঠান ও ২টি কেন্দ্র বাড়ানো হয়েছে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ দৈনিক জালালাবাদকে জানান, শেষ সময়ে পরীক্ষার্থীর সংখ্যা সামান্য বাড়তে পারে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক ৬ টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯ টি বহি: ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে রয়েছে ৪০ হাজার ৯৭৯ জন। তার মধ্যে ছাত্র ১৭ হাজার ১০৯ জন ও ছাত্রী ২৩ হাজার ৮৭০ জন। সুনামগঞ্জে ২১ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৪ জন ও ছাত্রী ১২ হাজার ৫০১ জন। মৌলভীবাজারে ২২ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৭১ জন ও ছাত্রী ১৩ হাজার ৩৬৪ জন। হবিগঞ্জে ১৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ১১৯ জন ও ছাত্রী ১১ হাজার ৮৪ জন।

১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এছাড়া ৯৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০ টি ও হবিগঞ্জে ১৬৮টি।

এবারের পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৬৭৯ জন আর ছাত্রী ১৪ হাজার ১৯১ জন। মানবিকে ৭১ হাজার ৫১৯ জন এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬১ জন ও ছাত্রী ৪২ হাজার ৮৫৮ জন। আর বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৩ জন ও ছাত্রী ৩ হাজার ৭৭০ জন।

সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ জানান, এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারী যারা দায়িত্বরত থাকবেন তারা প্রত্যেকে নিজের পদবী উল্লেখসহ পরিচয়পত্র ব্যবহার করবেন। আর শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন (স্মার্ট ফোন ছাড়া বাটন মোবাইল) বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ মে।

বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এপ্রিল ও মে কালবৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দুটি মাস। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে বড় সংকট তৈরি হবে।

এছাড়া এপ্রিল-মে মাসে প্রচন্ড গরম পড়ে। গ্রামের অসংখ্য পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। ফলে গরমে পরীক্ষার কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। এটিও এবারের এসএসসি পরীক্ষায় বড় চ্যালেঞ্জ। এর আগের বছর অর্থাৎ, ২০২৪ সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। আর শেষ হয়েছিল ১২ মার্চ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট