দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় জয়বুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের তাজুদ আলীর স্ত্রী।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চকবাজার-পশ্চিম বাংলাবাজার সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ চালক কামরুল হাসান (২২) এর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে তাকে আটক করেছে। চালক কামরুল একই ইউনিয়নের জিরারগাও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় কথিত মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন পথচারী বৃদ্ধা জয়বুন্নেছা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট