শান্তিগঞ্জে সর্বস্তরের তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

শান্তিগঞ্জে সর্বস্তরের তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব চাই জবাব চাই’ বিশ্বের মুসলিম এক হও লড়াই করো এরকম স্লোগানে স্লোগানে মুখরিত, ফিলিস্তিনের জায়নাবাদি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন শান্তিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ২ টায় উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শান্তিগঞ্জ বাজারে সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে মিছিল শেষে হাজী ক্বারী সিরাজুল হকের সভাপতিত্বে, হাফিজ আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুল হাই, মাওলানা সিরাজুল ইসলাম বাহার, কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ,প্রবীন মুরুব্বী মনসুর আলী, মাওলানা আতিকুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা ফেদাউর রহমান, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আরশদ নোমান, গাজী মাওলানা আবুল কালাম, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাহমুদুল হাসান প্রমূখ। প্রতিবাদ সভা শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

অপর দিকে বিকাল সাড়ে ৫টায় শান্তিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মুরুব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে, মাওলানা জাকারিয়া মাহবুব ও হাফিজ মাওলানা জুনাইদ কবিরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা রমজান হোসাইন, মাওলানা মাহবুব সালমান, ইউপি সদস্য লিটন মিয়া, হাফিজ হোসাইন, হাফিজ রশিদ আহমদ, হাফিজ মাহমুদুল হাসান, মাস্টার রুমেল আহমদ,মাওলানা এনামুল হক, ক্বারী হোসাইন আহমদ, নুরুল হক, মাওলানা এনামুল হক, মাওলানা আমির উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সামছুদ্দীন সহ অনেকেই।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে জিহাদে যাওয়ার জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুছ সাহেবের কাছে দাবী জানানো হয়। আমরা মুসলিম ধর্মের মানুষ ছাড়াও প্রত্যেক ধর্মের মানুষ এই প্রতিবাদ জানাতে পারে এবং অনেকে জানাচ্ছেও। বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের উচিত ইজরায়েলের বিরুদ্ধে কুটনৈতিক তৎপরতা বাড়ানো। কুটনৈতিক তৎপরতা বাড়িয়ে ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের ডাক দেওয়া।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্তরের দ্বীনদরদী হাজারও তৌহদি জনতা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা শেষে বিশ্বের মুসলিমদের মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট