গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার ধারাবহর একমাইল মাশা ম‌ডেল টাউনস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিলের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন, সাবেক সভাপতি এনামুল হক এনাম, সা‌বেক সাংগঠনিক সম্পাদক হারিছ আলী, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, সা‌বেক কোষাধ‌‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সা‌বেক নির্বাহী সদস‌্য সাকিব আল মামুন ও আনোয়ার হুমায়ুন প্রমুখ।

সভায় বক্তারা ব‌লেন, প্রেসক্লাব শুধু সংবাদ প্রচারের স্থান নয়, এটি সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সবাই মিলে কাজ করলে সমাজের কল্যাণে বড় ভূমিকা রাখা সম্ভব। এজন‌্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হ‌বে।

দীর্ঘ ২৭ মাস পর আহ্বায়ক কমিটি সাধারণ সদস্যদের নিয়ে প্রথম সভার আয়োজন করায় ধন্যবাদ জানান এবং দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জোর দাবি তোলেন বক্তরা। তাঁরা চলতি মাসের মধ্যেই সাধারণ সভা ডেকে কমিটি গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট