জকিগঞ্জের কসকনকপুরে প্যাসিঞ্জার সেজে সিএনজি ছিনতাই!

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

জকিগঞ্জের কসকনকপুরে প্যাসিঞ্জার সেজে সিএনজি ছিনতাই!

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ডরমুড়া এলাকায় প্যাসিঞ্জার সেজে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। (৩ এপ্রিল) বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা চালককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে সিএনজি ছিনতাই করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থেকে কসকনকপুরের ডরমুড়া এলাকায় যাত্রী নিয়ে গিয়েছিলেন সিএনজি চালক ময়নুল। যাত্রীবেশে থাকা ৫-৬ জন দুর্বৃত্ত সেখানে পৌঁছানোর পর চালককে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে মারাত্মক জখম করে “আরিফা এন্ড রেদওয়ান পরিবহন” নামে একটি সিএনজি ছিনতাই করে নিয়ে যায়।

ড্রাইভার ময়নুল হক জকিগঞ্জ পৌরসভার মধুদত্ত সদরপুর গ্রামের আসুক আলীর ছেলে।

এ ঘটনায় জকিগঞ্জের সিএনজি চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট