সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আলোচনা সভা ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আলোচনা সভা ইফতার মাহফিল সম্পন্ন

Manual6 Ad Code

চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (৭ মার্চ) নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ, পি ডব্লিউ ডি সিলেটের সহকারি প্রকৌশলী কামাল হোসেন মজুমদার, বি-বাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেটের সভাপতি পুলিশ কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন, মির্জা হারুনুর রশিদ, মফিজুল ইসলাম মফিজ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমিতির অর্থ সম্পাদক মো. মাসুদ কাজী, সদস্য সচিব ও সমিতির শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, সহ সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, দপ্তর সম্পাদক রুনা সুলতানা, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, সদস্য ফয়সল মাহমুদ, নাজমুল হোসেন সুহেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগীয় কমিশনার অফিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন। ইফতার মাহফিলে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য চাঁদপুরবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট প্রতিষ্ঠাকাল থেকে মানবতার কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। এই সমিতির নামই একটি প্রতিষ্ঠান। সমিতির সকল সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন যা প্রশংসনীয়। বক্তারা চাঁদপুর জেলা কল্যাণ সমিতি ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code


 

Manual1 Ad Code
Manual2 Ad Code