শাবিতে শহীদ হাসানের গায়েবানা জানাজা ও আ.লীগ নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

শাবিতে শহীদ হাসানের গায়েবানা জানাজা ও আ.লীগ নিষিদ্ধের দাবি

Manual7 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহিদ হাসানের (২০) গায়েবানা জানাজা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়েন তারা। এসময় শহিদ হাসানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উপদেষ্টাদের কাছে আহবান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল গণহত্যাকারীদের নিষিদ্ধ করা। হতাহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকার এর কিছুই করেনি। বরং সুশীলতার কারণে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের পুনর্বাসন করছে। যারা হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে তাদেরকে নিষিদ্ধ না করা মানে শহিদদের রক্তের সাথে বেইমানি করা। তাই আমরা চাই অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code