মধ্যনগরে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মধ্যনগরে যুবলীগ-কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ-কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং ১নং বংশীকুন্ডা উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইন উদ্দিন ও একই উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে এবং ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোশারফ হোসেন।

গ্রেফতারকৃতদের ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অন্ত:বর্তী সরকার পতনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর পুর্বে সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মষেখলা বাজার থেকে যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বিকেল ৫টার দিকে আটাইশা মাছিমপুর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার ওসি মো: সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট