কোম্পানীগঞ্জে মাইকিং করে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে মাইকিং করে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় মাইকিং করে লোক জড়ো করে তিনটি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি যানবাহন।

মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা একটা থেকে তিনটা পর্যন্ত কোম্পানীগঞ্জের টুকেরবাজারের বউ বাজার এলাকায় থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় দেড় ঘণ্টা সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ উপস্থিত হয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি বিকেলে কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকার বউ বাজারে মাছ বেচাকেনাকে কেন্দ্র করে পশ্চিম টুকেরগাঁও ও নয়াগাঙ্গেরপাড় এলাকার দুই পক্ষের মধ্যে কাথা–কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। মাছের দরদাম নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ইসলামপুর, পশ্চিম টুকেরগাঁও এবং নয়াগাঙ্গেরপাড় এলাকার বাসিন্দারা দুই পক্ষে বিভক্ত হয়ে যান।

মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ মাইকিং করে পূর্ব বিরোধের বিষয়টি প্রচার করে লোক জড়ো করতে থাকে। এ সময় ইসলামপুর ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের লোকজন এক পক্ষ এবং নয়াগাঙ্গেরপাড় এলাকার লোকজন আরেক পক্ষ হয়ে বেলা একটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুকেরবাজার এলাকায় গিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন সিলেট-কোম্পানীগঞ্জ মহাড়কের টুকেরবাজারের বউ বাজার এলাকায় অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় উভয় পক্ষের অনেকের হাতে ছিল বিভিন্ন দেশীয় অস্ত্র। এতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের লোকজন মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুই পক্ষের লোকজন মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খাদিজা বেগম বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে পুরুষ ও মহিলা মিলিয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, দুই পক্ষের লোকজনকে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে, সেটি হিসাব হয়নি। দুই পক্ষ নিজ এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গত ১৪ ও ১৫ ডিসেম্বর মুঠোফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার থানারবাজার এলাকায় কাঁঠালবাড়ি ও বর্ণি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোম্পানীগঞ্জ। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। সংঘর্ষের ওই ঘটনা থামাতে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে নেমেছিলেন। পরে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সংঘর্ষের ঘটনা থেমেছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট