সিলেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সিলেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিলেট শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

নগর শাখার সহ সভাপতি সুমিত কান্তি দাস পিনাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুশরা সুহাইলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক দোয়েল রায়, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মিসবা খান, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয় ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। জন্মলগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন করে আসছে। সম্প্রতি সংঘটিত জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, হৃদয় তরুয়া, রুদ্র সেনের প্রাণের বিনিময়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খা জেগে উঠেছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আলোচনা নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে এবং অন্তর্বর্তী সরকার কিছু কমিশন গঠনও করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় সরকার শিক্ষা সংস্কার কমিশন’ এখনো গঠন করেনি। বক্তারা শিক্ষার অধিকার আদায় তথা বৈষম্যহীন সমাজ নির্মাণের সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট