মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ২০২৪-২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

স্পোর্টস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, এছাড়া উপদেষ্টামণ্ডলীতে আছেন রেজিস্ট্রার তারেক ইসলাম, সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার মো. রাজিন সালেহ আলম।

কমিটিতে স্টুডেন্ট এডভাইজার হিসেবে আছেন মো. মনসুরুজ্জামান শেখ ইমন এবং মোসারফ মোসা।

এম জেড ফজলে রাব্বিকে প্রেসিডেন্ট এবং সুলতানুল আরিফিন ইমনকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম। এ সময় স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্পোর্টস ডিরেক্টর রাজিন সালেহ আলম, ক্লাবের বিদায়ী সভাপতি মন্সুরুজ্জামান শেখ ইমন, বিদায়ী সাধারণ সম্পাদক মোসারফ মোসা প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে রাহাত নুর এবং জয়েন্ট সেক্রেটারি পদে আছেন ফাহি অভি ও শাহরিয়ার রনি। কমিটিতে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন আবু সুফিয়ান, আব্দুল বাসিত জাহিদ, মাহদি আল তায়েফ, মিফতা উদ্দীন রাতুল, জাহিদ হাসান এবং ফিমেইল অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন নাফিসা তাবাসসুম।

নবগঠিত কমিটিতে ট্রেজারার ফাইয়াজ মাহমুদ, জয়েন্ট ট্রেজারার ফারদিন হুসাইন, ইভেন্ট কো-অর্ডিনেটর জয়নাল আবেদিন কোরায়শি ও আজহার আঞ্জুম আহমেদ, অফিস সেক্রেটারি দিবাকর রয়, তাহসিন আহমেদ ও ফাহাদ হোসাইন ফরহাদ, প্রেস সেক্রেটারি মামুনুর রাশেদ জয় ও আব্দুল্লাহ আল জাবিদ, চিফ ফটোগ্রাফার দিপ্র, পাবলিক রিলেশন্স সেক্রেটারি ইমন আহমেদ, এক্সিকিউটিভ ফর লজিস্টিক সাইফুল ইসলাম অয়ন ও বাধন ইসলাম। ভলান্টিয়ার কো-অর্ডিনেটর সামিউল ইসলাম খান রাতুল, আদনান ওয়াহিদ, সালমান, সাইফুল ইসলাম হৃদয়, সাইদ হাসান এবং মেহরাব সায়েম, ডিজাইনার মঞ্জুর হোসাইন মারজান, মোহতামিম কারিম, তারেক আমিন, ই-স্পোর্টস কো-অর্ডিনেটর হিসেবে মাজহারুল ইসলাম তাহমিদ, সাকিব মোস্তফা ও আসজাদ আফ্রাহিম রয়েছেন। এর বাইরে সিনিয়র এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন কমিটিতে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট