২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজ শুরু ও ছাতক-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস বরাবরে স্মারকলিপি প্রদান করেছে গণদাবী পরিষদ ছাতক-দোয়ারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, গণদাবী পরিষদ ছাতক-দোয়ারা’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, সংগঠনের সভাপতি জুলাই-আগস্ট বিপ্লবে আহত মো. আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মাস্টার মো. সুলতান চৌধুরী প্রমুখ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বিগত বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ছাতক-সিলেট রেলপথ জরুরী ভিত্তিতে সংস্কার কাজ শুরুর দাবি জানান।
স্মারকলিপিতে জনস্বার্থে নিরাপদে যাত্রী যাতায়াত করার জন্য ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর টেনের টিকেট অনলাইনের নামে কালোবাজারীদের হাত থেকে রক্ষা করে যাত্রী সাধারণকে এনআইডির মাধ্যমে বিক্রি, ছাতক-সিলেট পর্যন্ত সকল রেলস্টেশনসমূহ আধুনিকায়ন করে জনবহুল এলাকায় নতুন রেলস্টেশন স্থাপন এবং রেল ক্রসিং এর সংযোগ রাস্তা সম্প্রসারণ ও গেইটম্যান রাখা, ছাতক-ভোলাগঞ্জ পর্যন্ত রোপওয়ে পুনঃস্থাপন করে ছাতককে পর্যটন এলাকায় রুপান্তর, বিগত করোনা মহামারির সময় রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ হরিলুটের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা, ছাতকের রেলওয়ের নিজস্ব কনক্রিট ফ্যাক্টরি পুনরায় চালু এবং ছাতক-দোয়ারা হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের রাজনৈতিক আমলাতান্ত্রিক স্বার্থের কারণে বন্ধ থাকা ছাতক-সিলেট রেলপথ সংস্কার প্রকল্প বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রনরায় চালুর পর যেন প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসর আমলাদের দ্বারা লাল ফিতার দৌরাত্তে বন্ধ না হয় সেদিকে সুদৃষ্টি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। এছাড়া জুলাই-আগষ্ট বিপ্লবের আহত ও পঙ্গুত বরণকারীদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক সকল নিহত-আহতদের তালিকায় যাতে কারো নাম বাদ না পরে ও আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনকারীদের হয়রানি না করে জরুরী ভিত্তিতে নাম তালিকাভুক্ত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D