১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে জমকালো ‘বায়োটেক নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র সমিতির আয়োজনে ‘বায়োটেক নাইট ২০২৫’ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অতিথিদের অনন্য মিলনমেলা ঘটানো এই অনুষ্ঠানে ক্রীড়া সপ্তাহের সফল সমাপ্তি এবং সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শনের একটি উজ্জ্বল মঞ্চ হয়ে উঠে।
বায়োটেক নাইটে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান এবং নাটক পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি বারবিকিউ পার্টির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারবর্গ একত্রে আনন্দঘন সময় কাটান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
‘বায়োটেক নাইট ২০২৫’ ছিল আনন্দ, প্রতিভা এবং একতাবদ্ধতার এক অনন্য উদযাপন, যা অনুষদের সদস্যদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D