ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৪ জানুয়ারি মঙ্গলবার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন ১৪ জানুয়ারি মঙ্গলবার

সিলেটের ঐতিহ্যবাহী ভার্থখলা মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পেস্টার, ফেস্টুন, লিফলেটসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

আগামী ১৪ জানুয়ারি ২০২৫-২৭ সেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫০ জন ব্যবসায়ী ভোটার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রবীন ব্যবসায়ী আজমল আলী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আফজল হোসেন, সদস্য রেজওয়ান আহমদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও মো. হারুন মিয়া।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- শফিক উদ্দিন (আপেল), আলমগীর আলী (আনারস), তফাজ্জুল হোসেন (আম)। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী, যথাক্রমে- মনজুরুল ইসলাম সুমন (ব্যাডমিন্টন), নিজাম আহমদ (টেলিভিশন),বুলবুল আহমদ তায়েফ (পদ্মফুল), কোষাধ্যক্ষ পদে রাজন আহমদ (ফ্যান) ও তোফায়েল হোসেন (ফুটবল)। সদস্য পদে সোলেমান হোসেন সুমন (বই), আলী হোসেন (কলা) ও জুনেদ আহমদ (ক্রিকেট ব্যাট) তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে তৈমুছ হোসেন, সাধারণ সম্পাদক পদে জামিল আহমদ ও প্রচার সম্পাদক পদে নিজাম আহমদ নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে ভার্থখলা মসজিদ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ ব্যবসায়ী আজমল আলী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট