জকিগঞ্জে ক্রস ফায়ারের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

জকিগঞ্জে ক্রস ফায়ারের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

সিলেটের জকিগঞ্জে ‘ক্রসফায়ারে’ মাদক মামলার এক আসামী নিহতের ঘটনায় তৎকালীন ওসির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবদুল মান্নান ওরফে মুন্না আহমদের মা রুবি বেগম।

মামলায় আসামী করা হয়েছে জকিগঞ্জ থানার তৎকালীন ওসি মীর মো. আবদুন নাসেরসহ তিনজনকে।

২০২০ সালের ২ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। তখন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন মাদক মামলার আসামী মুন্না। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সিলেটের কোর্ট ইন্সপেক্টর মো. জমসেদ আলম জানান, জকিগঞ্জ থানার সাবেক ওসি মীর মো. আবদুন নাসেরসহ তিনজনের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় নিহতের মা বাদি হয়ে মামলা (সিআর মামলা নং ৫/২০২৫) করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ২ অগাস্ট রাতে মুন্না আহমদকে আটক করে পুলিশ। ওই রাতেই তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। রাত সাড়ে তিনটার দিকে সুলতানপুরের অজোগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানকালে মুন্নার সহযোগী মাদক কারবারিদের সাথে বন্দুকযুদ্ধে সে মারা গেছে।

নিহত মুন্না জকিগঞ্জের খাদিমান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও বিস্ফোরক আইনে ১২টি মামলা ছিল বলে তখন পুলিশ জানিয়েছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট