সিলেটে ট্রাক ভর্তি ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

সিলেটে ট্রাক ভর্তি ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিলেটের সুরমা গেইট এলাকায় পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে হঠাৎ একটি ট্রাকের চালক গাড়ি সড়কের পাশে দাঁড় করান। এরপর চালকসহ তিন ব্যক্তি ওই ট্রাক থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তৎক্ষণাৎ কাছে গিয়ে চোরাচালানে আসা ট্রাকভর্তি ভারতীয় চিনির বস্তার সন্ধান পায়।

বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে শাহপরাণ (র.) থানাধীন সুরমা গেইট এলাকা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক ও চিনি জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সিলেট মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাক থেকে মোট ৩০৮ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় চিনি আছে ১৫ হাজার ৯২ কেজি। এই চিনির আনুমানিক মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের তদারকিতে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসায়। তারা দায়িত্ব পালনকালে ট্রাকটি জব্দ করা হয়।

এরআগে বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে মহানগরের কালিঘাট এলাকা থেকে ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ১৭ লাখ ২৪ হাজার টাকার (২৯০ বস্তা) ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট