সাদপন্থি আরেক নেতা শফিউল্লাহ গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

সাদপন্থি আরেক নেতা শফিউল্লাহ গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তাবলীগ সাথীদেরকে হত্যার দায়ে মামলার ১০ নাম্বার আসামী শফিউল্লাহ কে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে শরীয়তপুর জেলার সদর থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। তাকে এখন টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেফতার করে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট