৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজম জে চৌধুরী। এর আগে সকাল ১০টায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে বিশাল এক আনন্দ র্যালির উদ্বোধন করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।
এ উৎসবের উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।
‘শতবর্ষ পেরিয়ে ১১৬ বছরে এনসি’- এই স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণের এ উৎসবে নবীন-প্রবীণ এবং শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিলো বিদ্যালয় প্রাঙ্গণ। হাজারো নবীন-প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিদ্যালয় প্রাঙ্গণ ঘিরে সকাল থেকেই ছিলো সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন পুলিশসহ ছয় স্তরের বিশেষ নিরাপত্তা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উৎসব উদযাপন কমিটির শৃঙ্খলা উপকমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ, যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপকমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপকমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপকমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপকমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপকমিটির সদস্য নাজমুল বারী সোহেল ও আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D