কুশিয়ারার ভাঙন প্রতিকারের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

কুশিয়ারার ভাঙন প্রতিকারের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক।

ভাঙন রোধে দ্রুত সরকারি পদক্ষেপের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় কুশিয়ারা নদীর তীরে মানববন্ধন করেছেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দারা।

মানববন্ধনে বালিশ্রী গ্রামের আতাউর রহমান বলেন, ‘কুশিয়ারার ভাঙনে রৌয়াইল-রানীগঞ্জ খেয়াঘাট সড়কের একটি অংশ ভেঙে গেছে যার ফলে বালিশ্রী সহ প্রায় ৮টি গ্রামের জনসাধারণ যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও ভাঙনে গ্রামের রাস্তাঘাট, মসজিদ বিলীন হয়েছে। বাড়িঘর হারিয়ে ভূমিহীন হয়েছেন অনেক মানুষ।’

রৌয়াইল গ্রামের মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের ৭টি গ্রামের পাকা সড়ক কুশিয়ারা নদী বার বার ভেঙ্গে নিয়ে যায়, এবার আর এই সড়ক পথে চলাচল করতে পারবোনা, ভাঙন রোধের জন্য সরকারি পদক্ষেপ নিলেও বাস্তবায়ন হয়নি।’

ইমাম মাওলানা আরিফ উদ্দিন বলেন, ‘আমাদের বালিশ্রী গ্রামের মসজিদের নিকটে কুশিয়ারা নদী, ৫০ ফুট ভিতরে প্রবেশ করলে জামে মসজিদ ভেঙ্গে নিয়ে যাবে।’

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, ‘বালিশ্রী গ্রামের বসতঘর, রাস্তা কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হচ্ছে। সরকারি প্রকল্প এসেছিলো, নদীর গভীরতা ও স্রোতের কারণে প্রকল্প বাস্তবায়ন করা হয়নি।’

বালিশ্রী গ্রামের আশরাফুল হক বলেন, ‘আমাদের গ্রামবাসী সহ ৮টি গ্রামের একমাত্র পাকা সড়কটি পরপর তিনবার ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে সড়কটির অংশ ভেঙে যাওয়া বালিশ্রী গ্রামের গুলজার আলীর পুকুর পাড় দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে।’

মানববন্ধনে গ্রামবাসী দ্রুত সরকারি পদক্ষেপের দাবি জানান এবং নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় এনে বালিশ্রীসহ আশেপাশের গ্রামগুলো রক্ষায় উদ্যোগ নেয়ার আহবান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট