আজ শনিবার সিলেটে শতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবেনা

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

আজ শনিবার সিলেটে শতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবেনা

সিলেট মহানগরের শাতধিক এলাকায় আজ শনিবার (৪ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ১ শত এলাকায় ৮ থেকে ১০ ঘন্টা করে বিদ্যুত বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ।


সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরমধ্যে সকাল ৭টা থেকে ৫ টা পর্যন্ত ৫২ এলাকা ও ৪৮ এলাকায় সকাল ৮টা থেকে ৮ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে ৫ টা পর্যন্ত ১১ কেভি কাকুয়ারপাড় ও লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর এলাকায় বিদ্যুৎ থাকবে না।


একই সময় (সকাল ৭টা থেকে ৫ টা) আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি জালালাবাদ ও আই.জি.ডি ওভারহেড ফিডারের আম্বরখানা (আংশিক), মনিপুরী বস্তি, ফাজিলচিস্ত, সুবিদ বাজার মিতালী গলি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা, বাদাম বাগিচা, ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, | আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট (আংশিক) এলাকায় বিদ্যুৎ থাকবে না।


এদিকে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এলাকায়  বিদ্যুৎ থাকবে না।


একই সময় (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতধানী মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায় বিদ্যুৎ থাকবে না।


সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট