সিলেটে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক সপ্তাহ ধরে নি’খোঁ’জ তরুণ

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

সিলেটে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক সপ্তাহ ধরে নি’খোঁ’জ তরুণ

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের এক তরুণ। গত ২৮ ডিসেম্বর সকাল থেকে মো. তৈইবুর রহমান (১৯) নামের এ তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি সিলেট নগরের ভাতালিয়া এলাকার ৩১ নং বাসার মৃত রতন মিয়ার ছেলে ও সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কমার্স বিভাগের ছাত্র।

এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর তৈইবুর রহমানের মা আঙ্গুরা বেগম সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, তৈইবুর রহমান ২৮ ডিসেম্বর সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। দুপুর গড়িয়ে বিকেলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করে তার সন্ধান পাননি। পরদিনও তৈইবুর বাসায় না ফিরলে ৩০ ডিসেম্বর থানায় মিসিং ডায়েরি করেন তার মা।

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. জালাল উদ্দিন বলেন, আমরা বিভিন্ন সূত্র ধরে তাকে খোঁজার চেষ্টা করছি। মুঠোফোনের কল লিস্টকে প্রাধান্য দিয়ে তদন্তকাজ এগুচ্ছে। আশা করি শীঘ্রই ভালো খবর মিলবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট