কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এসময় কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানকে আহবায়ক, আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো: আবুল হোসেনকে যুগ্ম আহবায়ক করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন।

অপরদিকে সোয়েব আহমদকে আহবায়ক, সারোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহবায়ক করে পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমান, আলহাজ¦ মজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট