৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
সিলেটের জকিগঞ্জে সড়ক থেকে ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে আবির আহমদ বাবু (১৪) নামের এক স্কুল ছাত্র।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে জকিগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধের কারণে কোন যানবাহন চলাচল করতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর করার খবর পাওয়া গেছে। পরে অবরোধ প্রত্যাহার করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কলেজের শিক্ষক এবং এলাকাবাসীকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে বাসচালককে গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ ও ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের শর্তে শিক্ষার্থী ও এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান মাহমুদ জানান, নিহত আবির হোসেন বাবু স্কুলে আসার পথে বেপরোয়া গেইটলক বাস তাকে চাপা দিলে সে মারা যায়। এ ঘটনায় ছাত্র-জনতা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করেছে। এরপর ছাত্র-জনতা সড়ক অবরোধ করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, কয়েকজন ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে খালি জায়গায় ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি সড়কে গিয়ে পড়লে সেটি কুড়িয়ে আনতে যায় আবির। এ সময় সিলেটগামী গেইটলক বাসের সঙ্গে আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাসগাড়ি জব্দ করতে চাইলে কিছু বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশের ওপর অযথাই চড়াও হয়। পুলিশ কাউকে লাঠিচার্জ করেনি এবং পুলিশ ঘটনাস্থলে লাঠি নিয়ে যায়নি। সার্বিক পরিস্থিতি পুলিশ ভিডিও করে রেখেছে। বাস গাড়িটি বর্তমানে শিক্ষার্থীদের হেফাজতে রয়েছে। চালককে গ্রেফতারে পুলিশ অভিযান করছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D