ছাত‌কে রহিমা জুমারা হিফজুল কোরআন একাডেমীর পাগড়ী বিতরন

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

ছাত‌কে রহিমা জুমারা হিফজুল কোরআন একাডেমীর পাগড়ী বিতরন

ছাত‌কে রহিমা জুমারা হিফজুল কোরআন একাডেমী ছৈলাআফজলাবাদ ইউপির শিবনগরগ্রামবাসীর উদ্যোগে ৬ষ্ট বার্ষিক পাগড়ী বিতরন ও গ্রামের সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনৃ‌ষ্টিত হ‌যে‌ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) শিবনগর গ্রামে মাদরাসা সংলগ্ন মাঠে বাদ যোহর হতে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

গ্রা‌মে জামে মসজিদের ইমাম ও খতিব, ক্বারী মাওলানা আবু সাইদ ও হাজী সমর উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল করিমের পরিচালনায় অনুষ্টিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন আল্লামা আব্দুস সালাম আল মাদানী, প্রধান বক্তার বয়ান পেশ করেন ঝিংগাবাড়ী ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাফিজুর রহমান।
বিশেষ অতিথির বয়ান রাখেন মাওলানা জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জী, রাধানগর দাখিল মাদরাসা সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী।

প্রধান অতিথির বয়ান শেষে হাফিজ আব্দুর রহমান তুহিন, হাফিজ আব্দুস ছামাদ ও হাফিজ মাসুম আহমদকে পাগড়ী পড়িয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল করিম ও একাডেমি প্রতিষ্টাতা মাওলানা সাইদুর রহমান লিটন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট