বিয়ানীবাজারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

বিয়ানীবাজারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারের নিভৃত এলাকার একটি পুকুর থেকে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামের একটি পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত যুবক পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার চান্দগ্রামের ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত যুবক মানষিক প্রতিবন্ধি। তিনি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেতেন।

তার পিতা ইলিয়াছ আলী ছেলে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমেদ আলী বলেন, উদ্ধারকৃত লাশে কোন আঘাতের চিহ্ন নেই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট