সিলেটে আইএলএসটি’র উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

সিলেটে আইএলএসটি’র উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সিলেটে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি)’র উদ্বোধন হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উন্নত জাতি গঠনে লাইভস্টক সেক্টর বলিষ্ট ভুমিকা পালন করে আসছে । আমরা খাদ্য বলতে শুধু শস্যকে বুঝি কিন্তু প্রাণিজ প্রোটিন ছাড়া খাদ্য অসম্পূর্ণ থেকে যায়। দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই আর দক্ষ জনবল তৈরিতে আইএলএসটি বিশেষ ভুমিকা রাখবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: তোফাজ্জেল হোসেন ও এটিএম মোস্তফা কামাল ।

ডা: জোনায়েদ কবীর ও ডা: নাওরীন নাহিদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক ডা: মারুফ হাসান । পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প পরিচালক ডা: মো: জাহাঙ্গীর আলম প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সিলেট বিভাগের সার্বিক চিত্র তুলে ধরেন ডা: মো: সালাহউদ্দিন ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট