৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সন্ধ্যার পর গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সহ-সভাপতি (প্রথম) ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি (দ্বিতীয়) দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি (সিলেট) রবি কিরন সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ’র সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ, প্রচার-প্রকাশনা সম্পাদক সিলেটভিউ’র নিউজ ইনচার্জ ও দৈনিক বাংলাদেশ খবরের নিজস্ব প্রতিবেদক (সিলেট) মো. রেজাউল হক ডালিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাগোনিউজ২৪ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), পাঠাগার সম্পাদক ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও দৈনিক বণিকবার্তার সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী কোহিনূর এবং সদস্য (প্রথম) দৈনিক শুভ প্রতিদিন’র সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দ্বিতীয় সদস্য দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, তৃতীয় সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ এবং চতুর্থ সদস্য দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল)।
এর মধ্যে দুই সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং পাঠাগার সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম। বাকি দুই নির্বাচন কমিশনার ছিলেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বর্তমান সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ক্লাবের মোট ভোটার ১১৯ জন। এরমধ্যে শনিবারের নির্বাচনে ১১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D