৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
সিলেটে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং রায়হান এইচ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, সাইদ মেহদী সাদী, জাবেদ কাদির কালাম আহমেদ,রাজন খান,এফ কে ফয়সল,অলক কর,দেলোয়ার হোসেন শিপলু,হাসনাত, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল মিয়া, কানাইঘাট উপজেলা জাসাসের সদস্য সচিব কলিম উল্লাহ, সাজন আহমেদ এমদাদ,সুদীপ্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাসাস শুধু একটি সংগঠন নয়, এটি জাতির সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। দেশকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিতে জাসাস জন্মলগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাসাস সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সত্যের পক্ষে অবস্থান এবং সুস্থ সংস্কৃতি চর্চার জন্য কাজ করছে। সাংস্কৃতিক অঙ্গনে মেধা ও সততার ভিত্তিতে কাজ করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে পারব। জাসাস আজ ৪৬ বছর ধরে মানুষের মননশীলতা এবং সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছে। এ পথচলা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এর আগে, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর জাসাসের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু।
এসময় সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D