৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ সংগ্রামের প্রতিফলন : আলী আহমদ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ সংগ্রামের প্রতিফলন : আলী আহমদ

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি ফ্যাসিস্টদের সীমাহিন জুলুম নিপীড়নের শিকার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ সংগ্রামের প্রতিফলন। দেশ আওয়ামী ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জরুরী সংস্কার শেষে নির্বাচন আয়োজনকে গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, যুগ্ম সম্পাদক এনামুল হক মাক্কু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কামালবাজার ইউনিয়ন সভাপতি হাজী মোঃ গুলজার আলী, সিনিয়র সভাপতি হাজী বশির মিয়া, ইউসুব আলী মেম্বার, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কামালবাজার আঞ্চলিক শাখা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুনু মিয়া, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সহ তাতীবিষয়ক সম্পাদক আব্দুস শাকুর শফিক।

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শামসুল ইসলাম আনা মিয়ার বাড়িতে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কামালবাজার ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান সাহেদ, কৃষি বিষয়ক সম্পাদক সমছু মিয়া, জেলা ছাদলের সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ, সাইফুর রহমান, বিএনপি নেতা হাসিব আলী, নানু মিয়া, আমির আলী, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিরন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, বিএনপি নেতা সুহেল আহমদ, আব্দুল লতিফ, তৈমুছ আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মানিক মিয়া, ইউসুফ আলী, আনছার আলী, আরব আলী, আব্দল বারী, লোকমান আহমদ, সুন্দর আলী, খলিল মিয়া, সুনু মিয়া, ওয়াহিদ মিয়া, কামালবাজার ইউনিয়ন যুবদল সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সেখরুল আলম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা কয়েছ আহমদ সবুজ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি এমরান হোসেন রানা, যুবদল নেতা শাহজাহান, রুশন আহমদ, দুলাল আহমদ, সুনু মিয়া, সোহেল আহমদ, হেলন মিয়া, আজিজুল ইসলাম, সুমন মিয়া, সুরমান আলী, দবির মিয়া, রাসেল, আহমদ, জাকির মিয়া, মানিক মিয়া, মো: মুসা, সোহাগ আহমদ, ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি রাজন আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ নাহিদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ ইমন, ছাত্রদল নেতা আলাউদ্দিন, নাজিম বাহার, পারভেজ আহমদ, শাকিল আহমদ, নুরুদ্দিন আহমদ, জাকির আহমদ, নাজমুল আহমদ, মিজান আহমদ, গফুর আহমদ ও ফেরদৌস আহমদ।

কর্মীসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আতাউর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট