যুক্তরাজ্যের ‘বিল্ডিং সেফটি মিনিস্টার’র পদ থেকে স‌রে দাঁড়ালেন সিলেটের রুশনারা

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

যুক্তরাজ্যের ‘বিল্ডিং সেফটি মিনিস্টার’র পদ থেকে স‌রে দাঁড়ালেন সিলেটের রুশনারা

ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে স‌রে দাঁড়িয়েছেন রুশনারা আলী এম‌পি।

শ‌নিবার (১৯ অক্টোবর) রা‌তে এ ঘোষণা আসে। লন্ডনের আলো‌চিত গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বেঁচে থাকা ব্যক্তিরা রুশনারা‌কে একটি ইনসুলেশন ফার্ম কর্তৃক স্পনসর করা কনফারেন্সে উপস্থিতির জন্য পদত্যাগ করার আহ্বান জানান। ত‌বে, এক‌টি পোর্টফো‌লিও ছাড়‌লেও সরকা‌রের মন্ত্রী হি‌সে‌বে যথারীতি দায়িত্ব পালন করবেন তিনি।

‌বেথনাল গ্রিন ও বো আস‌নে ২০১০ সাল থেকে টানা লেবার পার্টির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হ‌য়ে আসছেন রুশনারা আলী। তার জন্ম জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রা‌মে। ছেলেবেলায় তিনি মা বাবার সঙ্গে লন্ডনে আসেন। তিনি ব্রিটিশ সংসদের প্রথম কোনও বাংলাদেশি বং‌শোদ্ভূত এম‌পি। এবারই তি‌নি প্রথমবা‌রের মতো ব্রিটে‌নের মন্ত্রিসভায় ঠাঁই পান।

রুশনারা তার অধী‌নে থাকা দা‌য়িত্বগু‌লোর এক‌টি থে‌কে স‌রে দাঁড়ালেও তি‌নি ব্রিটে‌নের মন্ত্রী হিসে‌বে দায়িত্ব পালন করবেন।

রুশনারা এক বিবৃতিতে ব‌লে‌ছেন, মন্ত্রী এবং গ্রেনফেল টাওয়া‌রের ক্ষ‌তিগ্রস্তদের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক এই বিভাগের জন্য অপরিহার্য। তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিল্ডিং সেফটি পোর্টফোলিও অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট