৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থান সফলকারী জনগণের সামনে নির্বাচন প্রশ্নে সরকারের বক্তব্যের গরমিল নানা ধরনের সন্দেহ ও সংশয় উদ্বেগ সৃষ্টি হচ্ছে। জনগণের সরাসরি ভোটে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনই বিকল্প নেই। এব্যাপারে জনগণ নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের সমর্থনের মূল্য দেয়া এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব
শনিবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এর সাথে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাতের সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে, তাদের মধ্যে ন্যূনতম অনুতাপ নেই। রাজপথে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, এখনও আহতরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে। ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চাইছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষদাঁত শুরুতেই উপড়ে ফেলতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি। আমরাও সেলক্ষ্য পৌঁছাতে সংগ্রাম অব্যাহত রাখব। দেশে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণ সুশাসন থেকে বঞ্চিত হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে কাইয়ুম চৌধুরী বলেন, পাইকারি বাজার গুলোতে কোটি টাকার চাঁদাবাজি হয়, সেখানে নিত্যপণ্যের দাম বাড়বে স্বাভাবিক। আপনারা কী করেন? এতেদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না। জনগণ তো বলবেই, শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়তো, এখনও বাড়ছে। তফাৎটা কী?
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, পলাতক হাসিনার উদ্দেশ্য জনসেবা ছিল না, তার উদ্দেশ্য ছিল জনগণের টাকা মারা, আর বিদেশে পাচার করো। সেই অবস্থা থেকে জনগণ পরিত্রাণ পেয়েছে। কিন্তু জনপ্রতিনিধিত্ব সরকারের আকাঙ্খা জনগণের পূরণ হয়নি।
মাফিয়া প্রধানের রেখে যাওয়া সুবিধাভোগীরা ঘরে-বাইরে, সরকারে এবং প্রশাসনে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন এম এ মালেক। তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী ও সমর্থন রয়েছে।
এসময় জেলা বিএনযুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, শামসুর রহমান সুজা, আব্দুল মুমিন ছইল, আজমল আলী, পাবেল রহমান, সাদেক আহমদ, আফজাল হোসেন মুন্না, রায়হানুল হক, রিফল আহমদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক কে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D