সিলেটে ভারতীয় ১৫১২ ক্যান রেডবুল জব্দ, আটক ১

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

সিলেটে ভারতীয় ১৫১২ ক্যান রেডবুল জব্দ, আটক ১

সিলেটে রেডবুল নামক ভারতীয় কোমল পানীয়ের দেড় হাজার ক্যানসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের এয়ারপোর্ট থানার একদল পুলিশ নগরের ইলেকট্টিক সাপ্লাই রোডে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে এসব ক্যানসহ আটক করে।

আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

আটককালে তার কাছ থেকে ৩ লক্ষ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১৫১২ ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।

পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট